Header Ads

Blog For Rohingya

বড় শক্তিদের গোপন সাহায্য

চিন, উত্তর কোরিয়া, বার্মাকে পারমানিক শক্তিধর দেশ বানাতে চায়, গোপনে অস্ত্র সরবরাহ করছে, পার্বত্ব চট্রগ্রাম পুরা এলাকা দখল করার গোপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের দেশে বৌদ্দদের আরাম আয়েশে থাকতে দেয়া হচ্ছে, এখন পর্যন্ত কোনো বৌদ্দদের গায়ে বাংলাদেশের মুসলমান আঘাত করেনি, কিন্তু বার্মার বৌদ্দদের নির্মম অত্যাচারে লাখ লাখ মুসলমান নর নারী আমাদের দেশে আস্রয় নিয়েছে, মানুষ মানুষকে এতো নির্মমভাবে হত্যা করতে পারে যা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম, জিবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, জিবন্ত মানুষকে টুকরা টুকরা করছে, মায়ের সামনে ছোট বাচ্চাদের টুকরা টুকরা করছে, বাচ্চাদের সামনে মাকে ধর্ষন করে আবার জবাই করছে, মাটির বড় গর্ত করে মুসলিম যুবকদের জিবন্ত গন কবর দিচ্ছে, এতো কষ্ট দিয়ে আরাকান রাখাইন রহিংগা মুসলমান নর নারী কে হত্যা করছে, এটা কোনো সভ্য জাতী করতে পারেনা, আসলেই বৌদ্দদের মানুষ বলা যায়না, আমাদের সজাগ হতে হবে, এখন থেকেই জিহাদী কাফেলা তৈরী করে বাংলাদেশের মুসলমান তথা বিশ্বের মুসলমান বাঁচাতে কাজ করতে হবে। আল্লাহ রহিংগা মুসলমান সহ পৃথিবীর সকল মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের ঈমানী চেতনা বাড়িয়ে দাও।

Rohingya/ shorif99

কোন মন্তব্য নেই

TommyIX থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.