Header Ads

Rohingya News


এরা মুসলমান হতে পারে না

আইএস, আল কায়েদা, আল শাবাব, তালেবান,
স্বদেশী জেএমবি, হুজি আনসারুল্লাহ, বাংলা টিম,
হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, হিজবুত
তাওহীদ, হিজবুত তাহরির, এসব সংগঠন যদি প্রকৃত
মুসলিম মুজাহিদ বাহিনী হতো, ইসলাম ও
মুসলমানদের স্বার্থরক্ষা যদি তাদের লক্ষ্য হতো,
মিয়ানমার সেনাবাহিনীর পৈশাচিক রোহিঙ্গা
মুসলিম নির্মূল অভিযান দেখে তারা আজ চুপ করে
বসে থাকতে পারতো না ।
আমেরিকা আর ইসরাইলের মদদপুষ্ট ও পরিচালিত
এইসব জংগি সংগঠনের প্রধান লক্ষ্যই হচ্ছে
গোপনে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে
বিশ্বব্যাপী মুসলমানদের ভাবমূর্তিকে নষ্ট করে
তাদেরকে একঘরে করে ফেলা ।
জিহাদী ফতোয়া দিয়ে ইসলামী রাজনৈতিক দলের
ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্হ করা।
মুলত এরা মুসলমান হতে পারে না ।

Rohingya/ shorif99

কোন মন্তব্য নেই

TommyIX থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.