Header Ads

দু‘আ কবুলের শর্ত

দু‘আ---------কিভাবে কবূল হবে?

shorif99

একদিন হযরত ইবরাহীম বিন আদহামকে জিজ্ঞেস করা হল, যে হুজুর! আমরা আল্লাহর কাছে এত দুআ' করি কিন্তু আমাদের দুআ' আল্লাহর দরবারে কবূল হয় না কেন?
এ প্রশ্নের জবাবে ইবরাহীম বিন আদহাম বলেন :
১। আল্লাহ একজন আছেন জেনেও তোমরা তার ইবাদত কর না।
২। রাসূল সা. ও তাঁর ত্বরীকা সত্য জেনেও সুন্নত অনুসারে আমল করনা।
৩। তোমরা কুরআন পড়েছো ঠিকই, কিন্তু তদানুযায়ী আমল করনা।

৪। তোমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ কর, কিন্তু তার শোকর আদায় করনা।
৫। আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছেন, এ কথা জানার পরও তোমরা তা অর্জনের জন্য কোন প্রকারের চেষ্টা করনা।
৬। তিনি অবাধদের জন্য দোযখের আগুনকে প্রজলিত করছেন তা জানা সত্ত্বেও দোযখ থেকে নিজেকে বাঁচানোর কোন চেষ্টাই করছো না।

৭। তোমরা ভাল করেই জানো যে, শয়তান তোমাদের চির শত্রু, তার পরও তার সাথে বন্ধুত্ব স্থাপন করছো।
৮। তোমরা ভালভাবেই জানো যে, একদিন তোমাদের মরতে হবে, তার পরও মৃত্যুর জন্য কোন প্রস্তুতি নেই।
৯। তোমরা নিজ পিতা-মাতা ও আত্নীয় স্বজনকে নিজ হাতে দাফন করেছো, তার পরও নিজের মৃত্যু থেকে বে পরোয়া হয়ে আছো।

১০। তোমরা নিজের দোষ ত্রুটি না দেখে শুধু অন্যের দোষ খোঁজ।
সুতরাং তোমরা একটু চিন্তা কর, তোমাদের যেহেতু এরূপ অবস্থা। তাহলে কি করে তোমাদের দুআ' আল্লাহর কাছে কবূল হবে!

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.