কপোতাক্ষ নদ
সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে.....
shorif99 |
...... কপোতাক্ষ নদ
মাইকেল মধুসূদন দত্ত
এই সেই বিখ্যাত কপোতাক্ষ নদ।
এখানে এসে সকাল-বিকাল-সন্ধা
মাইকেলের কপোতাক্ষ নদকে দেখছি
আর নিজের জীবনের কথা ভাবছি।
মিলানোর চেষ্টা করছি জীবন থেকে
হারিয়ে ফেলা সময়গুলোর হিসেব।
নাহ! মিলে না, মিলছে কোনো হিসাব-
নিকাশ। মিলার কথাও না। হিসেব
করে কখনো কিছু করাই হয়নি। খেয়ালী
মন যখন যা চেয়েছে তা করেছি।
কবি পরবাসী হয়ে এই নদ নিয়ে
লিখেছিলেন, কলম তার হৃদয়ের
হাহাকার বুঝতে পেরেছিল কিনা
তা পাঠকই বিচার করেছেন।
তবে একটা সময় খুব ভাবতাম কবি
ও কপোতাক্ষ নদ কে নিয়ে;
কেমন যেনো একটা মায়া পড়ে
গিয়েছিল এই নদের উপর।
আর আজ কপোতাক্ষকে সামনে
রেখে প্রিয়ার হাত ধরে
স্মৃতিময় শৈশবের বৃষ্টি-স্নাত
সময়গুলোর কথা ভাবছি।
আহ! যদি ফিরে পেতাম..........
No comments