Header Ads

বড় বক্তা যদি হতে চান?

তথাকতিত বড় বক্তা যদি হতে চানঃ
--------------------------------------------------
প্রযুক্তির কারণে আজকাল আমার মত ইলম বিহীন আমল বিহীন নগন্য মানুষ গুলো অনেক বড় আলেম / বক্তা হয়ে গেছে। আর বড় বড় প্রবীণ প্রাজ্ঞ বিজ্ঞ ইলম দার আমল দার মুখলিছ মানুষ গুলো অনেক ছোট আলেম / বক্তা হয়ে গেছে (সবই প্রযুক্তির কারিশমা)।অনেকে নিজের নামটা পোস্টারের উপরে দেখলে খুব খুশি হয়ে যান, নিজের নামটা নিচে দেখলে বেজার হয়ে যান। আমার কাছে খুবই কস্ট লাগে যখন দেখি হাজার হাজার আলেমের /ছাত্রের উস্তাদদের নাম পোস্টারে আমার মত নগন্য মানুষ দের নিচে লিখা হয়। কেন আমরা কি পারি না এই প্রবীন বয়োবৃদ্ধ আলেমদের নাম টা উপরে দিয়ে তাদেরকে নূন্যতম শ্রদ্ধা টুকু করতে।
আর আজকাল বড় বক্তা মনে করা হয় তাদেরকে :
-----------------------------------------------------------------------
১।যারা ওয়াজের বিনিময়ে বড় অংকের হাদিয়ার নামে টাকা দাবী করে।
২।যারা ওয়াজের নামে আওয়াজ করে মাঠ গরম করতে পারে।
৩।যে যত বেশি উস্কানি মূলক কথা বলতে পারে সে তত বড় বক্তা।
৪।যার ওয়াজে মানুষ বেশি জমে।
৫।যে যত বেশি মানুষ কে হাসাতে পারে।
৬।যে যত বেশি অভিনয় করতে পারে।
৭।যে যত বেশি নকল করতে পারে।

বেয়াদবি মাপ করবেন ইহাই যদি হয় বড় বক্তার /আলেমের বৈশিষ্ট্য তাহলে আল্লাহর কাছে পানাহ চাই এই জাতের বড় বক্তা /আলেম হওয়া থেকে।
কপিঃ ফখরুদ্দীন হেলালী ভাইয়ের আইডি থেকে।

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.