Header Ads

News

Rohingya News


মুসলিম সব রোহিঙ্গারা
মরছে ধুকে ধুকে
সব হারিয়ে ভাষছে দেখ
গহীন সাগর বুকে!
মানবতার বুলি যারা
বলে বেড়াও মুখে
এখন তবে চুপ কেন ভাই
রোহিঙ্গাদের দুখে?

রোহিঙ্গা নয় মানুষ ওরা
যাচ্ছো কি হায় ভুলে
কেন তবে মরছে তারা
নাফ নদীর ঐ কুলে।
কেন আজও মরছে শিশু
আপন মায়ের কোলে
জাতিসংঘ কোন সে ভয়ে
বাঁদর ঝোলা ঝুলে।
কেন আজো নেয়না কেড়ে
সূচির নোবেল থোলে
নোবেল কী আর মুখের কথা
ঠুনকো হাওয়াই দোলে?
এতো কিছুর পরেও যারা
তন্দ্রা চোখে ঢুলে
একদিন তবে চড়বে ঠিকই
মাজলুমাদের শূলে।

কোন মন্তব্য নেই

TommyIX থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.