Header Ads

Blog

Rohingya News

রোহিঙ্গা সমস্যা,!সমাধানে মুসলিম বিশ্ব ঐক্য সমায়ের দাবি,,বাংলাদেশের কূটনৈতিক ব্যার্থতা ও সদিচ্ছার অভাব,!? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------রোহিঙ্গা মুসলিম গণহত্যা পৃথিবীর সকল গণহত্যা কে হার মানিয়েছে,, হাজার হাজার মানুষকে হত্যা করে তাদের বাড়িঘর জালিয়ে দেওয়া হচ্ছে ,,নারীদের গনহারে ধর্ষন করে হত্যা করা হচ্ছে, লাশগুলি কেটে কেটে টুকরা টুকরা টুকরা করে সাগরে ভেসে দেওয়া হচ্ছে,, এই হায়েনাদের কাছ থেকে বৃদ্ধা ও শিশুরাও রেহাই পাচ্ছেনা,, এ যেন আইয়ামে জাহেলিয়াত কে ছাড়িয়ে গেছে,, লক্ষ লক্ষ মানুষ তাদের আপনজন দের হারিয়ে জীবন বাচানোর তাগিদে দীর্ঘ পথ অনাহারে লড়াই সংগ্রাম করে পাড়ি দিয়ে এসেছে বাংলাদেশে,, তাদের থাকা, খাওয়া, ঘুমানোর নেই কোন ব্যাবস্থা,, এমনকি খোলা আকাশের নিচে গর্ভপাত হচ্ছেন মাতৃগর্ভের সন্তান,, এ কেমন মানবতা!!??--------------------------------------------------------------------------------------------------------------------------------নিজেদের সার্থ রক্ষা করার জন্য ইতিহাসের এই নিকৃষ্টতম গণহত্যা কে সমর্থন করেছেন ভারত, রাশিয়া,চিন, তারা নাকি, আরাকান রাজ্য থেকে মুসলিম দের হটিয়ে একত্র ভাবে সেখানে বাণিজ্যিক এলাকা গড়তে চান,,অর্থাৎ বাণিজ্যিক এলাকা তৈরী করার জন্য চলছে একটি জাতিগোষ্ঠীর নিধনযজ্ঞ হত্যাকান্ড!!!!!!!!!------------------------------------------------------------------------------------------------

Rohingya/ shorif99

-------------------------রোহিঙ্গা দের স্পষ্ট মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে সন্ত্রাস,, আর,, ভারত, রাশিয়া চীন সন্ত্রাস নিধনে মায়ানমার এর পাশে আছে বলে ঘোষনা দিয়েছেন,,রোহিঙ্গা দের আমি একটি অপরাধ ছাড়া আর কোন অপরাধ দেখতে পাইনি,, আর সেই অপরাধ টি হলো তারা মুসলাম,,,, তাদের পরিচয় মুসলিম না হয়ে যদি অন্য কোন ধর্মের পরিচয় থাকতো তাহলে তাদের সন্ত্রাস বলে হত্যা করা হতোনা,, আসলে ব্যাপারটি হচ্ছে গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ মুসলিম দের সন্ত্রাস এর অপবাদ দিয়ে নিজেরা সন্ত্রাসের গট ফাদার সেজে বিশ্ব থেকে মুসলিম নিধনের উৎসবে মেতে উঠেছে!!!!----------------------------------------------------------------------------------------------------------------------------------সমস্যা সমাধানে বাংলাদেশ কূটনৈতিক ভাবে ব্যার্থ হয়েছে তার কারন বাংলাদেশ যাদের বন্ধু মনে করে তারা সবায় মায়ানমার এর পক্ষ অবলম্ব করেছেন,,, অবশ্য অনেকে বলেন বাংলাদেশের নিজস্ব কোন কূটনৈতিক স্বকীয়তা বর্তমান এ নেই,, ভারতের কূটনৈতিক পরামর্শ ক্রমে কাজ হয়,, হয়তোবা এই জন্যিই বাংলাদেশ প্রথমে ভারতের সাথে তাল মিলিয়ে বলেছিলেন,, মায়ানমার এর সন্ত্রাস দমনে বাংলাদেশ একসাথে সীমান্ত অভিযান করতে প্রস্তুত,,,তার মানে বাংলাদেশ মায়ানমার সংকারের পক্ষে,,এমন কি প্রথমে সীমান্ত বন্ধ করা হয়েছিল যেন রোহিঙ্গা মুসলিম রা বাংলাদেশ আসতে না পারে, ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------আসলে ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ সরকার রোহিঙ্গা দের আস্রয় দিতে চায়নি কিন্ত বাংলাদেশের মুসলিম জনতার ঐক্যর শক্তি,তীব্র প্রতিবাদ সরকারকে তাদের আশ্রয় দিতে বাধ্য করেছে,, তার পরেও সরকার মায়ানমার এর সাথে সুসমপর্কো রাখতে বদ্ধ পরিকর,, আর এই জন্যিই হয়তোবা খাদ্যমন্ত্রিকে সস্ত্রীক মায়ানমার এ চাল কিনতে পাঠিয়েছেন,, আর,, ১৭ বার মায়ানমার আকাশসীমা লংঘন করে হেলিকপ্টার নিয়ে আমার দেশে আসলেন তার পরেও সরকার কোন কথা বললেন না !!!!-----------------------------------------------------------------------------------------------------------------------------------------এখন সরকারের উচিৎ হবে ভুল পথে না ঘুরে,, তুরুস্ক, ইন্দোনেশীয়, মালেয়েশিয়া এগিয়ে এসেছেন এই সময় কে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলি কে একত্র করে মায়ানমার এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া,, মনে রাখতে হবে মুসলমানদের কষ্ট মুসলমান ছাড়া কেও দেখবেনা,, বাংলাদেশ ছাড়া কেও এই বিষয়ে জোরালো কোন পদক্ষেপে নেতৃত্ব দিতে পারবেনা কারন ঘটনা টি ঘটছে আমাদের চখের সামনে,, তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোকে একত্র করে মায়ানমার এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়াই হবে বাংলাদেশ সরকারের সময় উপযোগী পদক্ষেপ,, সরকারের সদিচ্ছা থাকলে, বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদী সংগ্রামী বীরের জাতি তা বিশ্ব কে দেখানোর জন্য রোহিঙ্গা মুক্তির সংগামে আবারো আমরা উত্তাল হতে পারি,,------------------(মাও আব্দুস সালাম)--------------

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.